ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং (Breast Cancer Awareness)
ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং পরীক্ষার মাধ্যমে জীবনে স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি থেকে
নিরাপদ থাকা। প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার (Breast Cancer) সনাক্ত করা,
দূরবর্তী স্থানে ক্যান্সার ছড়ানোর আগেই সঠিক ধরণ (টাইপ) নির্ণয় করে সহজ
চিকিৎসা দিয়ে সম্পূর্ণ নিরাময় নিশ্চিত করা যায়।
পরীক্ষা সমূহ :
(১) প্রতিবছর ১ বার অভিজ্ঞ চিকিৎসক দিয়ে স্তন পরীক্ষা
(২) শারীরিক পরীক্ষা
(৩) বিশেষ লাইটের মাধ্যমে স্তন পরীক্ষা
(৪) স্তনের আল্ট্রাসনোগ্রাম
(৫) রক্ত ও সেরাম টিউমার মারকারের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয়