সাধারণ স্বাস্থ্য পরীক্ষা (General Health Check-up)
সাধারণ স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রতিটি মানুষের রক্ত পরীক্ষা ও Metabolic profile নির্ধারণ করে যেকোন প্রকার রােগ সহজেই নির্ণয় করা যায়। মারাত্মক ক্যান্সার এবং জটিল রােগসমূহ হওয়ার ঝুঁকি থেকে মানবজীবনকে নিরাপদ রাখা যায়। সঠিক সময়ে সঠিক রােগ নির্ণয় করে সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ রােগ নিরাময় করা সম্ভব। এই লক্ষ্যে সুস্বাস্থ্য নিশ্চিত করতে সেলিমা ইনষ্টিটিউট ফর ক্যান্সার রিসার্চ ও সেল থেরাপী এবং বায়ােমেড মলিকুলার ডায়াগনস্টিক বার্ষিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা/Annual/ General Health Check-up করার সকল ব্যবস্থা গ্রহণ করেছে।