Annual Health Packages

বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা (Annual/Executive Health Check-up)

বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রতিটি মানুষের রক্ত পরীক্ষা ও Metabolic profile নির্ধারণ করে যেকোন প্রকার রােগ সহজেই নির্ণয় করা যায়। মারাত্মক ক্যান্সার এবং জটিল রােগসমূহ হওয়ার ঝুঁকি থেকে মানবজীবনকে নিরাপদ রাখা যায়। সঠিক সময়ে সঠিক রােগ নির্ণয় করে সুচিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ রােগ নিরাময় করা সম্ভব। এই লক্ষ্যে সুস্বাস্থ্য নিশ্চিত করতে সেলিমা ইনষ্টিটিউট ফর ক্যান্সার রিসার্চ ও সেল থেরাপী এবং বায়ােমেড মলিকুলার ডায়াগনস্টিক বার্ষিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা/Annual/ Executive Health Check-up করার সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

পরীক্ষা সমূহ

(১) অভিজ্ঞ চিকিৎসক দিয়ে শারীরিক পরীক্ষা

(২) রক্ত পরীক্ষা (Blood Test); CBC, HB%, Blood Grouping, HbA1C

(৩) লিপিড প্রোফাইল (Lipid Profile) : Cholesterol (HDL, LDL), TG

(৪) যকৃত পরীক্ষা সমূহ (Liver Function Test) : SGPT, ALP, LDH

(৫) কিডনী পরীক্ষা সমূহ (Renal Function Test) : S Creatinine, s. Urea, Electrolytes

(৬) হরমােন প্রােফাইল (Hormon Profile) :T3, T4, TSH, Es, Ps, Vit D level & Others

(৭) সেরাম টিউমার মারকার (Serum Tumor Markers) : CA P1.9, CA125, CEA, CA15, PSA

(৮) আন্ট্রাসনােগ্রামঃ পেট ও তলপেটের আল্টাসনােগ্রাম (Whole Abdomen and Pelvic Organs)

(৯) মহিলাদের স্তনের আন্ট্রাসনােগ্রাম (USG of Breast)

(১0) ECG & Echo Cardiogram

Follow Us

Get News and Notifications of Upcoming Events of BioMED Molecular Diagnostics.Type Your Email Below and Click on the Signup Button.

© 2021 BioMED. All Rights Reserved.​​